নাঈম আহমেদ সিলেট সদর প্রতিনিধিঃ
আজ রোববার (৪ জুলাই) কঠোর লকডাউনের চতুর্থ দিনও সিলেট নগরীতে তৎপর রয়েছে প্রশাসন।
লকডাউন বাস্তবায়নে কাজ করছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা। তবে অন্যান্য দিনের তুলনায় কিছুটা মানুষের সমাগম দেখা গেছে নগরীতে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অন্যান্য, দিনের মত আজও ১৬ টি চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশী।
জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখে পড়ার পাশাপাশি অনেককে জরিমানা করা হচ্ছে। তবে জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখিয়ে ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাশির সময় আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন।
অপরদিকে সিলেট জেলা শাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সিলেটের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল লকডাউন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টহল পুলিশের পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে পুলিশের অভিযান অব্যাহত আছে।