প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৫, ৮:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৩, ১০:১৩ এ.এম
চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে বামনায় মানববন্ধন পালিত
সারাদেশে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে আজ রবিবার বরগুনার বামনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা কর্মরত নার্স ও চিকিৎসকরা। আজ দুপুরে উপজেলা কমপ্লেক্স চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত নার্স ও চিকিৎসকরা। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বামনা উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মো: মনিরুজ্জামান।
আবাসিক মেডিকেল অফিসার ডা: মোঃ শাকিল আল মামুন ডা: শেখ সুমাইয়া জেবিন হায়দার ও ডা: আব্দুল্লাহ আল জুমা প্রমূখ। এসময় বক্তারা ডা:মিলি ডা:মুন্না ও ডা:শাহজাদীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন,জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন চিকিৎসা দিতে গিয়ে রোগীর মৃত্যু হলে চিকিৎসকদের দায়ী করা হয়। কিন্তু কেন কি কারনে মৃত্যু হলো তা নিয়ে কেউ কথা বলে না। চিকিৎসকদের জীবনের নিরাপত্তার দাবি জানান তারা।
Copyright © 2025 dainikbijoyerbani.com. All rights reserved.