চিরিরবন্দরে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
মোঃ গোলাম মোস্তফা,
চিরিরবন্দর(দিনাজপুর)প্রতিনিধি-
দিনাজপুর চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের ফুলপুরবান্নী এলাকায় ভেলামতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে বেতারুল ইসলাম (৫২) নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান এ সাজা দেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, আজ সকালে ভেলামতী নদী এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। বেতারুল ইসলাম উপজেলার ফুলপুর বান্নী ব্রীজের নিজ থেকে বালু উত্তলন করে ব্রীজটি হুমকির মুখে ফেলেছে। তাই তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেন। বেতারুল ইসলাম পাইকান মথুরাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাকে একাধিক বার শতর্ক করার পরও তিনি তা কর্নপাত করেননি।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও এ্যাসিল্যান্ড ইরতিজা হাসান সাংবাদিকদের বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply