চিরিরবন্দরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
মোঃ গোলাম মোস্তফা,
চিরিরবন্দর(দিনাজপুর)প্রতিনিধিঃ “শেখ হাসিনার বারতা নারী_পুরুষ সমতা” “করোনা কালে নারী নেতৃত্বে,গড়বে নতুন সমতার বিশ্ব” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় চিরিরবন্দরে ৮ মার্চ সোমবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে এবং সিডিএ,জেএসকেএস,নারী উন্নয়ন ফোরাম,অপরাজিতা প্রকল্প ও ডেমক্রেসিওয়াচ এর সহোযোগিতায় দিবসটি ৮ মার্চ সোমবার সকালে চিরিরবন্দর উপজেলা হলরুমে রুনা পারভীন প্রমূখ"র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকা।
উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহামুদ আলী এমপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবুর রহমান শাহ্, সাধারন সম্পাদক আহসানুল হক মুকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন প্রমূখ।
এছাড়াও বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়নের মহিলা সদস্য, স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের সদস্যবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।