চিরিরবন্দরে এক রাতে দুই কিশোর কিশোরীর আত্মহত্যা
মাহাফুজুল ইসলাম আসাদ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একই রাতে ভিন্ন দুটি গ্রামে দুই কিশোর কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। উপজেলার আউলিয়া পুকুর ইউনিয়নের ছোট বাউল গ্রামের চেয়ারম্যান পাড়ার পল্লী চিকিৎসক মো. রাজীব আরফীনের মেয়ে চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ুয়া রেজিয়া আরফীন রিয়া (১৩) রবিবার গভীর রাতে নিজ শয়ণকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
অপরদিকে একই উপজেলার অমরপুর ইউনিয়নের রাজাপুর এলাকার মানিক চন্দ্র রায়ের ছেলে অনিক চন্দ্র রায় (১৭) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। অনিক বাড়ির কাছেই একটি ইটভাটায় কাজ করত বলে জানা যায়। পরিবারের সদস্যরা জানায়, অনিক সন্ধ্যা ৭টার দিকে ইটভাটায় কাজ করতে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতের কোন এক সময় একটি বটগাছের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। তবে কি কারণে আত্মহত্যা করেছে এ বিষয়ে পরিবারের লোকজন কিছু জানাতে পারেনি।
দুটি আত্মহত্যার ঘটনার খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ‘দুটি পৃথক ঘটনায় রেজিয়া আরফীন রিয়া (১৩) নামের এক কিশোরী এবং ইট ভাটায় কাজ করত অনিক চন্দ্র রায় (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করি। দুটি মরদেহ ময়নাতন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুই পরিবার থেকে কারো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’