মোঃ গোলাম মোস্তফা,
চিরিরবন্দর(দিনাজপুর)প্রতিনিধিঃ-
জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা পূরবী রানী।
শনিবার (২৮ আগস্ট) সকাল ১০ টা সময় উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সম্প্রসারণ কর্মকর্তা অনুকুল চন্দ্র সিনহা, ক্ষেত্র সহকারী গোলাম মর্তুজা সহ সকল কর্মচারীবৃন্দ।
চিরিরবন্দর মৎস্য কর্মকর্তা জানান, ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে মাইকিং, ব্যানার, পোস্টার, ফেস্টুন এর মাধ্যমে প্রচারণা। মতবিনিময় সভা, মৎস্য চাষিদের বিশেষ পরামর্শ প্রদান, প্রশিক্ষণ প্রদান, মাছের পোনা অবমুক্ত করা, চাষির পুকুরের পানি ও মাটি পরীক্ষা করাসহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হবে।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, চিরিরবন্দর অনলাইন প্রেস ক্লাবের সভাপতি দীপ মোহাম্মদ মানিক হোসেন (আজকের পত্রিকা), সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান (দৈনিক পত্রালাপ), সাধারন সম্পাদক মাহাফুজুল ইসলাম আসাদ (দৈনিক আমাদ্রর সময়), ভরত রায় প্রত্যয় (ডিআরবি টিভি), আসলাম আলী আঙ্গুর (দৈনিক উত্তরা) সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।