মোঃ গোলাম মোস্তফা,
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের চিরিরবন্দরে নিজ শয়ন কক্ষ থেকে অপি ইসলাম (১৭) নামে একজন কলেজ ছাত্রীর ঝুলন্ত লাস উদ্ধার করেছেন পুলিশ।
বুধবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২ ঘটিকার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নে। পরদিন সকালে পরিবারের লোকজন মেয়ের ঝুলন্ত লাস দেখে কাউকে কিছু না বলেই শেষকার্য সম্পন্ন করার প্রস্তুতি নেন তারা। এমন সময় চিরিরবন্দর থানা বিষয়টি জানতে পারলে ঘটনাস্থল থেকে লাস উদ্ধার করেন পুলিশ।
অপি ইসলাম উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের বড়গ্রাম গ্রামের মোঃ আবুল কালাম আজাদ এর কন্যা। সে দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা করত।
পরবর্তীতে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাস নিয়ে আসেন ময়নাতদন্তের জন্য এবং পাঠানো হয় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এনিয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে, যাহার মামলা নং ২৫।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার।