প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৭:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২১, ২:৩৭ এ.এম
চিরিরবন্দরে প্রতিবন্ধী তরূণীকে ধর্ষণের চেষ্টা; থানায় মামলা মোঃ গোলাম মোস্তফা, চিরিরবন্দর(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে ১৭ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী তরূণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর আনুমানিক ১২ ঘটিকায় উপজেলার পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় চিরিরবন্দর থানায় মামলা করেছেন তরূণীর বাবা। ভুক্তভোগী তরূণীর বাবা বলেন, মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় মেয়ের প্রতিবন্ধী কার্ডের নগদ একাউন্ট খোলার জন্য পাশের বাংলাবাজারে যান স্বামী স্ত্রী দুজনেই এবং বাজার হতে ফিরে আসেন দুপুর ১ ঘটিকায়। এসময় প্রতিবন্ধী মেয়েকে বাসায় একা পেয়ে একই এলাকার আসামী জাকিরুল ইসলাম @ জাকু (৪২) ধর্ষনের সুযোগ নেয়। ধর্ষনের চেষ্টার সময় প্রতিবেশী শিউলী আরা ও মাহিনুর বেগম প্রতিবন্ধী তরূনীর গোঙ্গানির আওয়াজ শুনে এগিয়ে আসলে আসামী জাকু ঘটনাস্থল হতে পালিয়ে যায়। আসামী জাকিরুল ইসলাম @ জাকু (৪২) দক্ষিণ পলাশবাড়ী গ্রামের মৃত আফছার আলীর পুত্র। এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, ঘটনায় জড়িত বৃদ্ধকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টা মামলা হয়েছে।
চিরিরবন্দরে প্রতিবন্ধী তরূণীকে ধর্ষণের চেষ্টা; থানায় মামলা
মোঃ গোলাম মোস্তফা,
চিরিরবন্দর(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে ১৭ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী তরূণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর আনুমানিক ১২ ঘটিকায় উপজেলার পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় চিরিরবন্দর থানায় মামলা করেছেন তরূণীর বাবা। ভুক্তভোগী তরূণীর বাবা বলেন, মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় মেয়ের প্রতিবন্ধী কার্ডের নগদ একাউন্ট খোলার জন্য পাশের বাংলাবাজারে যান স্বামী স্ত্রী দুজনেই এবং বাজার হতে ফিরে আসেন দুপুর ১ ঘটিকায়। এসময় প্রতিবন্ধী মেয়েকে বাসায় একা পেয়ে একই এলাকার আসামী জাকিরুল ইসলাম @ জাকু (৪২) ধর্ষনের সুযোগ নেয়। ধর্ষনের চেষ্টার সময় প্রতিবেশী শিউলী আরা ও মাহিনুর বেগম প্রতিবন্ধী তরূনীর গোঙ্গানির আওয়াজ শুনে এগিয়ে আসলে আসামী জাকু ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
আসামী জাকিরুল ইসলাম @ জাকু (৪২) দক্ষিণ পলাশবাড়ী গ্রামের মৃত আফছার আলীর পুত্র। এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, ঘটনায় জড়িত বৃদ্ধকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টা মামলা হয়েছে।
Copyright © 2025 dainikbijoyerbani.com. All rights reserved.