মাহাফুজুল ইসলাম আসাদ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে মা ও ছেলেকে অপহরণ ও মুক্তিপন আদায়ের চেষ্টায় গ্রেফতার সিআইডির এএসপিসহ ৩ কর্মকর্তার জামিন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার সকালে আমলী আদালত-৪ আদালতে জামিনে আবেদন করা হলে দুপুরে বিচারক শিশির কুমার বসু আসামীদের অনুপস্থিতিতে তাদের জামিন নামঞ্জুর করেন।
৩ সিআইডি কর্মকর্তার পক্ষে জামিনের আবেদন করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. সাইফুল ইসলাম। এ সময় দিনাজপুর আদালত পুলিশের এসআই সবুজ আলী জামিনের বিরোধীতা করেন।
গ্রেফতারকৃত ৩ সিআইডি কর্মকর্তা হলেন- রংপুর সিআইডি’র এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনষ্টেবল আহসানুল হক।
দিনাজপুরের কোট পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান জানান, সকালেই আদালত শুরুর সময়ই ওই ৩ জনের পক্ষে জামিনের আবেদন করা হয়। পরে দুপুরে আদালতের বিচারক তাদের জামিনের আবেদন না মঞ্জুর করেন। তিনি বলেন, এর আগেও তাদের জামিনের আবেদন নামঞ্জুর হয়েছিল। এরপরেও আবেদন করা হয়েছে, একবার আবেদন না মঞ্জুর হলেও পরবর্তীতে আবারও জামিনের আবেদন করার সুযোগ রয়েছে।
দিনাজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড. মিন্টু পাল বলেন, সিআইডির এএসপি, এএসআই ও কনষ্টেবলের জামিনের আবেদন করা হয়েছিল। জামিনের আবেদনে বিভিন্ন যুক্তি দেখানো হয়েছিল। কিন্তু বিজ্ঞ আদালত তাদের আবেদন নামঞ্জুর করে। যেহেতু করোনাকালীন সময়ে স্বশরীরে আদালতে উপস্থিতি আইনসিদ্ধ না। তাই তাদেরকে আদালতে হাজির করা হয়নি।