চিরিরবন্দরে ২ শ্রেনীর ছাত্রীকে ধর্ষন, ধর্ষক আটক
মাহাফুজুল ইসলাম আসাদ
দিনাজপুর প্রতিনিধি
চিরিরবন্দরের ভিয়াইল ইউনিয়নে ২য় শ্রেনীর ছাত্রী ১০ বছর বয়সের শিশু কন্যা ধর্ষিত হয়েছে। সে নোনামাটি নাফিজ উদ্দীন চৌধুরী দাখিল মাদ্রাসার ২য় শ্রেনীর ছাত্রী।
জানা যায় গত ৭ই ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় পাশের বাড়ীর ওই ছাত্রীর বাবার চাচাতো ভাই সম্পর্কে বড় আব্বা মহসিন আলী (৪৪) তাকে ডেকে গুল নিয়ে আসতে বলে এবং কৌশলে নিজ বাড়ীর ঘরে ডেকে নিয়ে ধর্ষন করে এবং ধর্ষনের পর ধর্ষিত ছাত্রীকে ধর্ষক মহসিন ওই হুমকী দেয় বাহিরে কাউকে বিষয়টি জানালে মেরে ফেলবে। ধর্ষিতা সেই ছাত্রী ভয়ে কাউকে কোন কিছু না বললেও অতিরিক্ত রক্ত ক্ষরনের কারনে গতকাল ১২ ই ডিসেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হরে বিষয়টি প্রকাশ পায়।
পরিবারের লোকজন রক্তাক্ত মুমুর্ষ অবস্থায় তাকে প্রথমে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার ওই ছাত্রীর যৌনীপথ দিয়া প্রচুর রক্ত ক্ষরণ হতে থাকলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ধর্ষক মহসীন দল্লা নোনামাটি গ্রামের মৃত ফরিমুল্লাহর ছেলে।
এ ঘটনায় ধর্ষিতার পিতা থানায় মামলা দায়ের করলে ১২ই ডিসেম্বর চিরিরবন্দর থানা পুলিশ ধর্ষক মহসীন আলীকে আটক করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন আমরা গতকালকে বিষয়টি অবগত হওয়ার পর তাৎক্ষণিক ভাবে ধর্ষককে আটক করে জেল হাজতে প্রেরন করি।