চিরিরবন্দরে ৪১ কেজি গাঁজা ও ১ হাজারের বেশি ইয়াবা সহ নারী ব্যবসায়ী গ্রেপ্তার
মোঃ গোলাম মোস্তফা,
চিরিরবন্দর(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুর চিরিরবন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজা ও ১ হাজার ২ শত ২১ পিস ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
বুধবার সকাল ৮টার দিকে দিনাজপুর র্যাব-১৩ উপ পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।
আটক মাদক মহিলার ব্যবসায়ীর নাম রানু রানী রায় (৪৫) সে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ১১ নং তেতুলিয়া ইউনিয়নের বৈকুন্ঠপুর ডাঙ্গাপাড়ার শ্রী গজেন্দ্র চন্দ্র রায়ের স্ত্রী।
দিনাজপুর র্যাব-১৩ উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেই মাদক ব্যবসায়ী নারীর বাড়িতে অভিযান চালিয়ে হাতে নাতে ৪১ (একচল্লিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা এবং ট্যাবলেট ১,২১৫ (এক হাজার দুইশত পনেরো) পিস ইয়াবাসহ রানু রানী রায়কে (৪৫) গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দিনাজপুর চিরিরবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply