চুনারুঘাটে স্বাস্থ্য বিধি নিশ্চিতে করতে ভ্রাম্যমান আদালতের অভিযান।
মোঃ মোবাশ্বির হোসেন হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পৌর এলাকার বিপণি বিতান সমূহে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতকরণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (৮ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
চুনারুঘাট উপজেলার পৌর এলাকায় বিপণি বিতান সমূহে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে দোকান পরিচালনা করায় অশ্বিনী বস্ত্র বিতান, জননী ফ্যাশন ও বধুয়া বস্ত্র বিতান বন্ধ করে দেয়া হয় এবং মাস্ক পরিধান না করায় ৪ জন ব্যক্তি কে ২০০০ টাকা অর্থদন্ড আরোপ করা হয়।
এ সময় সকল ব্যবসায়িদের কঠোরভাবে হুশিয়ার করে দেওয়া হয়েছে। এবং এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করা হয়।
Leave a Reply