জাকির হোসেন সুমন সিলেট ব্যুরোঃ
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় গুইবিল সীমান্তে ৬ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এসব গাঁজা জব্দ করা হয়।
গুইবিল ক্যাম্পের সুবেদার মোহাম্মদ মোস্তফা কামাল জানান, বিজিবির নিজস্ব গোয়েন্দা সদস্য মো. জিয়া উদ্দিনের তথ্যের ভিত্তিতে এই গাঁজা জব্দ করা হয়। ভারতীয় সীমান্তের ১৯৭১ পিলারের বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালিয়ে তারা উল্লেখিত গাঁজা জব্দ করেন। তবে বিজিবির অবস্থান টের পেয়ে চোরা-কারবারিরা পালিয়ে যায়। এসময় কাউকে আটক করতে পারেনি তারা।
সীমান্তে মাদক ও চোরা-চালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।
Leave a Reply