চুয়াডাঙ্গা,দর্শনা থানা পুলিশের অভিযানে ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক ১।
মোঃ আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,
চুয়াডাঙ্গা,দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ২৮ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ একজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মাহাব্বুর রহমান কাজল নেতৃত্বে আজ মঙ্গলবার বেলা পৌনে ২ টার সময়
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার এসআই (নিঃ) মোঃ মাহমুদুল হাসান মিন্টু, এএসআই(নিঃ) মোঃ মামুনুর রহমান, এএসআই (নিঃ) মোঃ ইদ্রিস আলী, এএসআই (নিঃ) মোঃ শাহিন আলম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে দর্শন থানাধীন পারকৃষ্ণুপুর – মদনা ইউনিয়নে যাওয়ার পথিমধ্যে সুলতান রাজা সেতুর ফলকের সন্নিকটে থেকে ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সহ আসামি দর্শনা থানাধীন ঝাঝাডাঙ্গা গ্রামে (মাদ্রাসাপাড়ার) আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ ইমরান আলী (২৪)কে আটক করে পুলিশ।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল।