চুয়াডাঙ্গার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নে করোনা প্রাদুর্ভাব এলাকায় লকডাউন
মোঃ আলমগীর হোসেন চুয়াডাঙ্গা প্রতিনিধি,,
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নে করোনা প্রাদুর্ভাব এলাকায় কোভিদ-১৯ রেপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম উদ্বোধন করেছে। সেই সাথে কার্পাসডাঙ্গা গ্রামে লকডাউন করা হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এই কার্যক্রম উদ্বোধন ও কার্পাসডাঙ্গা গ্রাম লকডাউন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার দিলরা রহমানের সভাপতিত্বে করোনা টেস্ট কার্যক্রম উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু । এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল খালেক দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা কামাল শুভ, কাপাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান প্রমুখ।
সম্প্রতি দামুড়হুদা উপজেলার ইউনিয়নের করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ কার্পাসডাঙ্গায় করোনা সংক্রমণ রোধে সবাইকে করোনা পরীক্ষা করার উদ্যোগ নেয়। যারা করোনা পজিটিভ হবে তাদের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে করোনাভাইরাস প্রাদুর্ভাব রোদ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।