চুয়াডাঙ্গায় ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার ভি জি এফের নগদ টাকা বিতরনী।
মোঃ আলমগীর হোসেন,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার দরিদ্রদের মানুষের মাঝে ভি জি এফের খাদ্য সহায়তার নগদ ৪শ ৫০ টাকা হারে ২ হাজার ৪ শত ১২ জনের মাঝে নগদ টাকা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন চত্বরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার দরিদ্রদের মানুষের মাঝে খাদ্য সহায়তার টাকা বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলি আজগার টগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনতাজ আলী, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক , বীরমুক্তি যোদ্ধা তমছের আলী,আঃ নেতা আরজম আলী প্রমুখ।