সৌরভ মজুমদার,ছাগলনাইয়া প্রতিনিধি:- ফেনীর ছাগলনাইয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে আজ বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যলী ও আলোচনা সভার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশের সভাপতিত্বে ও ছাগলনাইয়া উপজেলার বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান মুজিব এর সঞ্চালনায়,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম ,ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী ,ঘোপাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম ,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই ভূঁইয়া প্রমূখ এসময় উপস্থিত ছিলেন ।