ছাগলনাইয়ায় সড়ক দূর্ঘটনায় ১ নারীর মৃত্যু ।
সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি :- ফেনীর ছাগলনাইয়া-ফেনী সড়কের কনট্রাকটর মসজিদ মাদ্রাসার সামনে শনিবার রাতে নিগার নার্গিস (৪১) নামে এক নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহত নিগার নারগিসের বাড়ি ছাগলনাইয়া উপজেলার ৫নং মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামে। তিনি জসিম উদ্দিনের স্ত্রী।
জনাযায় ,সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই নারী স্বামী সন্তান সহ সিএনজি রিজার্ভ করে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্য ফেনী যাচ্ছিলেন।বসেছিলেন সিএনজির ডান পাশে ,তারা ফেনী হয়ে তাদের চট্টগ্রামের নিজ বাসায় যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন ,তাদের বহনকারী সিএনজিটি কনট্রাকটর মসজিদ মাদ্রাসা সামনে পৌছে সামনের একটি গাড়ি কে ওভারটেক করতে গিয়ে বিপরীত থেকে আসা অটোরিকশার সাথে মূখোমূখি সংঘর্ষ হয়।এতে ওই নারী মারাত্মকভাবে আহত হয়ে রাস্তা পড়ে যান ,প্রচণ্ডআঘাতে মাথা ফেটে ঘটনাস্থলে তার একটি চোখ পড়ে যায়।এঘটনায় তার স্বামী ও চালক ও গুরুত্বর আহত হয়।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন উদ্ধার করে ওই নারীকে ফেনী হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।
ছাগলনাইয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই সিএনজি অটোরিকশা আটক করে থানায় নিয়ে আসেন ,গাড়ির চালক পলাতক রয়েছেন।
Leave a Reply