ছাগলনাইয়া পৌর নির্বাচনে নৌকা সমর্থিত প্রার্থী বিপুল ভোটে জয়ী ।
সৌরভ মজুমদার ,প্রতিনিধি:- ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে মেয়র পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন নৌকার মনোনীত আওয়ামী লীগ প্রার্থী মো. মোস্তফা, তিনি পেয়েছেন ১৪ হাজার ১৬০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কম্পিউটার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা নুর মোহাম্মদ জাকের হায়দার সুমন পেয়েছেন ২ হাজার ৩৬ ভোট।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জসীম উদ্দিন জানান, ৯টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জনগন এর ভোটাধিকার প্রয়োগ এর মাধ্যমে মেয়র পদে নৌকার মনোনীত প্রার্থী মো. মোস্তফা ১৪ হাজার ১৬০ ভোট ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম কম্পিউটার প্রতিকের প্রার্থী নুর মোহাম্মদ জাকের হায়দার পেয়েছেন ২ হাজার ৩৬ ভোট। নির্বাচনে ৩৫ হাজার ৬৫৯ জন ভোটারের মাঝে ১৬ হাজার ৫৯৬ জন ইভিএম পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।পৌরসভায় মোট ৪৬ দশমিক ৫৪ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
পৌরসভার ৯টি ওয়ার্ডে যারা কাউন্সিলর বিজয়ী হয়েছেন তারা হলেন, আবদুল লতিফ বাহার(১নং ওয়ার্ড ), মেহেদী হাসান চৌধুরী শিমুল(২নং ওয়ার্ড),কাজী নুর আলম(৩নং ওয়ার্ড),মো. নাছির উল্লাহ রিন্টু(৪নং ওয়ার্ড), মোজাহারুল ইসলাম মুছা(৫নং ওয়ার্ড),হাবিবুর রহমান মজুমদার (৬নং ওয়ার্ড), শহীদ উল্লাহ মজুমদার(৭নং ওয়ার্ড),আবদুল মোমিন চৌধুরী(৮নং ওয়ার্ড) ওমুন্সি নুর হোসেন(৯নং ওয়ার্ড) এ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন জাহান আরা বেগম(১,২,৩নং ওয়ার্ড),মাসুদা আক্তার(৪,৫,৬নংওয়ার্ড) সাহেনা আক্তার (৭,৮, ৯ নং ওয়ার্ড) মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ।
ছাগলনাইয়া থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, পৌরসভার ১৩টি কেন্দ্রে ইভিএমএ ভোট গ্রহন চলাকালে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দেয়ার অভিযোগে নৌকার এজেন্টসহ আটক ৩ জনকে আটক করেন এছাড়া আর কোন অভিযোগ পাওয়া যায়নি ।
নির্বাচিত মেয়র মো. মোস্তফা বলেন, পৌরসাভার ৯ টি ওয়ার্ডে কোন কেন্দ্রেই কম্পিউটার প্রতীকের প্রার্থীর কোন এজেন্ট তিনি দেয়নি ।কম্পিউটার এর প্রতিকের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তারা কোন এজেন্ট কে কেন্দ্র থেকে বের করে দেননি ।নির্বাচন সুষ্ঠু হওয়ায় তিনি পূনরায় মেয়র নির্বাচিত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান জানান ,ছাগলনাইয়া পৌরসভার ৯ টি ওয়ার্ডের মোট ১৩ কেন্দ্রের সবগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করায় নির্বাচনে পুলিশ, র্যাব বিজিবি ও আনসারসহ চার শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত ছিল।কেন্দ্রের বাইরে স্টাইকিং ফোর্স সহ ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।সকাল থেকে প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছে। তবে কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।