সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি : -
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় ।
আজ (সোমবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, উপজেলা পরিষদ হল রুমে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের এর সভাপতিত্বে,আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হুমায়রা ইসলাম ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ,ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী ,ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা ,উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সহ প্রমূখ উপজেলা প্রশাসন ,বিভিন্ন স্কুল কলেজ এর শিক্ষক শিক্ষার্থী ,সাংবাদিক ,আ'লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসন এর আয়োজনে ৭ই মার্চের ঐতিহাসিক বঙ্গবন্ধুর ভাষণের উপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশ্রগ্রহনকারী উপজেলার বিভিন্ন স্কুল কলেজ এর ছাত্রছাত্রীদের মাঝে ১ম,২য়,৩য় স্থান অর্জন কারীদের হাতে অনুষ্ঠানে অতিথিরা পুরষ্কার তুলে দেন ।