ছাগলনাইয়ায় করোনায় স্বাস্হ্যবিধি না মানায় শপিংমলে অভিযান জরিমানা আদায়।
সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি:-
ফেনীর ছাগলনাইয়ায় আজ বেলা ১২ টা থেকে ১:৩০ পর্যন্ত ছাগলনাইয়া উপজেলার প্রায় সকল শপিং মার্কেট গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ।
এ সময় অভিযানে সঠিক নিয়মে মাস্ক পরিধান ছাড়াই ক্রেতা সাধারনের কাছে পন্য বিক্রয় করতে দেখা যায় বিভিন্ন দোকানের কর্মকর্তা-কর্মচারীদের।
যথাযথ স্বাস্থ্যবিধি না মানার দায়ে ,হাজী আহসান উল্ল্যাহ মার্কেট এর ২ টি দোকান সহ ,১৩ টি দোকানের কর্মকর্তা-কর্মচারীকে ১৩ টি মামলায় মোট ১,৩০০০ (তেরো হাজার) টাকা জরিমানা আদায় করে ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ারা ইসলাম ।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট দৈনিক বিজয়ের বানী কে জানান ,এবং সকলের কাছে অনুরোধ জানিয়ে বলেন মোবাইল কোর্ট এর জরিমানার ভয়ে নয় বরং করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে নিজেকে, পরিবারের সদস্যদেরকে ও আশেপাশের সকলকে মুক্ত রাখার জন্যে বাড়ির বাইরে গেলেই মাস্ক পরিধান করুন।
গরম লাগছে বলে মাস্ক খুলেছি,কথা বলছিলাম তাই মাস্ক খুলেছি,মাত্র পকেটে মাস্ক রেখেছি এ ধরনের অযুহাত দেখাবেন না।
সরকারী নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল হওয়া নাগরিক হিসেবে আমাদের সবার কর্তব্য।
জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।