সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি:-
ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ২ নভেম্বর আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী,একটি অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিক ,আব্দুল হালিম কে নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিতে নির্বাচন অফিসে আসলে তার উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে মারধর এবং অপহরণ,মনোনয়ন ফরম ছিনতাই দায়ে করা মামলায় ০২ জন আসামী কে গ্রেফতার করে ছাগলনাইয়া থানা পুলিশ ।
জনাযায় ,ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ রফিক আহমেদ এর নেতৃত্বে ইং- ১০/১১/২০২১খ্রিঃ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করে আসামী ১. মোঃ মেজবাহ উদ্দিন (৪৯), পিতা- মোঃ বজলুর রহমান, মাতা- মোছাঃ আংকুরের নেছ, গ্রাম- দক্ষিণ বেড়াবাড়ীয়া, উপজেলা/থানা- পরশুরাম, জেলা -ফেনী, বাংলাদেশ বর্তমানে- পূর্ব বাঁশপাড়া, রাহা মঞ্জিল, ছাগলনাইয়া পৌরসভা, উপজেলা/থানা- ছাগলনাইয়া, জেলা -ফেনী, ২. মোঃ শিশির উদ্দিন পাটোয়ারী প্রকাশ শিশির (২৩), পিতা- মৃত রফিকুল ইসলাম পাটোয়ারী, মাতা- গোলশানারা বেগম, গ্রাম- দক্ষিণ সতর (০৩নং ওয়ার্ড, বেলায়েত আলী পাটোয়ারী বাড়ী) , উপজেলা/থানা- ছাগলনাইয়া, জেলা -ফেনী উক্ত ২ জন আসামী কে গ্রেফতার করে ছাগলনাইয়া থানা পুলিশ ।
উক্ত প্রার্থীর উপর হামলার ঘটনায় জানাযায়, মেয়র প্রার্থী মোঃ আবদুল হালিম (৩৫) ,তিনি সাহসী কন্ঠ ৭১ ডট কম অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিক হিসেবে কর্মরত আছেন ।তিনি আগামী ২ নভেম্বর আসন্ন ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন । গত ১০/১০/২০২১ ইং তারিখ নির্বাচনের মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন বিকাল অনুমান ০৩.২০ ঘটিকার সময় সে তার নমিনেশন পেপার জমা দেয়ার জন্য একটি সিএনজি যোগে ছাগলনাইয়া উপজেলার ছাগলনাইয়া নির্বাচন অফিসের ভিতরে যাওয়ার সময় বিকাল অনুমান ০৩.২৫ ঘটিকার সময় ছাগলনাইয়া উপজেলা পরিষদ ভবনের সামনে রাস্তার উপর গ্রেফতারকৃত আসামীদ্বয় সহ এজাহার নামীয় অপর আসামী ও অজ্ঞাতনামা আসামীগন একই উদ্দেশ্য সাধনকল্পে অতর্কিতভাবে তার উপর হামলা চালিয়ে তাকে কিল, ঘুষি, লাথি মারতে মারতে মাটিতে ফেলে দেয়।কার মাথায় রক্তাক্ত ফাটা জখম হয়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিদের মধ্যে এক জন লোক তার নমিনেশন পেপার ও আনুষাঙ্গিক কাগজপত্রাদি নিয়ে পালিয়ে যায় গ্রেফতারকৃতরা ও অজ্ঞাতনামা আসামীগন উক্ত সাংবাদিককে একটি সিএনজি গাড়ী যোগে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়া যায়।এর পর তাহার চোখ বন্ধ করে অনুমান ০৬.৩০ ঘটিকার সময় তাকে তার বাড়ীর সামনে নেমে দিয়ে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায় ।
উক্ত ঘটনার খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং তাকে তাদের হেফাজতে রাখেন ।