ছাগলে ধান খাওয়া নিয়ে সংঘর্ষে জৈন্তাপুরে যুবক খুন।
হাসান মোহাম্মদ – জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৩ নং চারিকাটা ইউনিয়ন এর পশ্চিম সরুখেল গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুর ১ ঘটিকার সময় ছাগলে ধান খাওয়া কে কেন্দ্র করে সংঘর্ষে সুফিয়ান নামের এক যুবক খুন ও কয়েকজন আহত হয়েছেন। সরজমিনে ঐ এলাকার গিয়ে জানা যায়, গতকাল দুপুর ১ ঘটিকার সময় পশ্চিম সরুখেল গ্রামের হারিছ মিয়ার ধান ক্ষেতে একই গ্রামের সিদ্দেক মিয়ার ছাগল ধান খেয়ে ফেলে, আসামী হারিছ মিয়া সিদ্দিক মিয়ার ছাগল বেধে রাখে,, ছাগল উদ্ধার করতে গেলে আসামী হারিছ মিয়া ও তার ভাই নছির ও হারিছ মিয়ার ছেলে ইমরান দেশীয় অস্ত্রশস্র নিয়ে সিদ্দিক মিয়ার উপর হামলা করে,, চিৎকার শুনে বাবা কে বাচাতে গেলে সিদ্দিক মিয়ার ছেলে সুফিয়ান এর মাথায় দা দিয়ে আঘাত মাথা দিখন্ড করা হয়, হাসপাতালে নেওয়ার পথে সুফিয়ান এর মৃত্যু হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল চিকিৎসাধীন রয়েছেন নিহত সুফিয়ান এর বাবা সিদ্দিক মিয়া। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জৈন্তাপুরের সর্ব মহল থেকে আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী উটেছে।। এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ওসি তদন্ত জনাব ওমর ফারুক মোড়ল এর সাথে আলাপকালে তিনি এ প্রতিবেদক জানান এ ঘটনায় মামলা হয়েছে, এবং মামলায় একজন আসামী কে গ্রেফতার ও করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেফতার করার জোর প্রচেষ্টায় আছে পুলিশ।
Leave a Reply