মোঃ জাকারিয়া। বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ জেলা,
ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামের মমসর আলী (৯০) তারি এক মাত্র ছেলে সুহেল মিয়া (৩২) তার জন্ম দাতা পিতা কে মারপিট করে গুরুতর আহত করে।
ছেলের মারাত্মক মারপিটের ফলে তার বাবা ঘটনার স্তলে পায়খানা করে বসে। এতে ও ছেলে শান্ত হয় নি।
ঘরের বারিন্দায় বাবাকে লোহার বড় চেইন দিয়ে বেধে রাখে। ঘটনা টি ঘটেছে গত কাল সন্ধায় আহত মমসির আলীর বসত ঘরে।
বাবার চোখের পানি আর চিৎকারে আকাশ বাতাস বারী হয়ে আসছিল। ঘটনার এক পযার্য়ে উত্তর খুরমা ইউনিয়নের সু যোগ্য চেয়ারম্যান বিল্লাল আহমদ র নজরে আসে।
চেয়ারম্যান বিল্লাল আহমদ সাথে সাথে ঘটনার স্তলে উপস্থিত হয়ে মমসর আলী কে উদ্ধার করেন।এমনকি ঘটনা কারী ছেলে সোহেল মিয়া পালিয়ে যায়। চেয়ারম্যান বিল্লাল আহমদ গ্রাম বাসীর সহযোগিতায় সুহেল কে দ্রুত ধরতে সক্কম হন।
এ দিকে চেয়ারম্যান বিল্লাল আহমদ বিষয় টি নিয়ে গ্রামের মুরব্বি ও উপস্থিত সকলের সাথে আলোচনা করে। ছেলে হাতে বাবা লাঞ্চিত ঘটনার অপরাধের ফলে ছেলে সুহেল মিয়া কে পুলিশের হাতে তুলে দেন।
জানা যায় এ ধরনের ঘটনা এই এলাকায় প্রথম বারের মত হয়েছে। আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে দ্রুত সময়ে উপস্থিত হয়ে বিষয়টি আমলে নেয়ায় উত্তর খুরমা ইউনিয়নের দুই দুই বারের সুনাম ধন্য চেয়ারম্যান বিল্লাল আহমদ কে এলাকাবাসী ধন্যবাদ মোবারক বাদ জানিয়েছেন।।