মোঃ জাকারিয়া,সুনামগন্জ জেলার বিশেষ প্রতিনিধিঃ-
ছাতকে নৌ-পুলিশের দায়েরী মামলায় হয়রানির শিকার হচ্ছেন ছাতকের ব্যবসায়ীবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পরিকল্পিত এ মামলাটির নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন ছাতক পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ জসিম উদ্দিন সুমেন। এক বিবৃতিতে তিনি বলেন, ৪ জুলাই রাতে চেলা নৌ-পথে নৌ-পুলিশ ও বালু উত্তোলনকারী শ্রমিকদের মধ্যে সংঘটিত এক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে নৌ-পুলিশ ছাতক ইউনিটের এসআই হাবিবুর রহমান বাদী হয়ে ঘটনার দু'দিন পর ছাতক থানায় একটি মামলা (নং-০৩) দায়ের করেন। এ মামলায় ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ও বালু মহালের ইজারাদার ফয়েজ আহমেদ, ছাতক পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাব্বির আহমদ, যুবলীগ নেতা কুহিন চৌধুরী, সাদমান মাহমুদ সানি, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সহিদুল ইসলাম, ছাতক পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন, ব্যবসায়ী মাহতাব মিয়া, আলা উদ্দিন, হাফিজ আব্দুল্লাহ আল মামুন, হাজী বুলবুল আহমদ, কামরুল হাসান কাজল, আব্দুল কুদ্দুস শিবলু, শাওন আহমদ সহ ২৬ জনকে আসামী করা হয়। মামলার আসামীরা সকলেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি। তারা কেউই ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত নয়। নৌ-পুলিশ কারো ইন্দনে এ মামলায় জনপ্রতিনিধি, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দকে জড়িয়ে হয়রানি করে যাচ্ছে। তিনি দাবি করেন, নিরপেক্ষ যেকোনো সংস্থার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে এবং জড়িতদের শনাক্ত করা যাবে। তিনি নৌ-পুলিশের দায়েরী রহস্যজনক এ মামলাটি পিবিআই'র মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন।##