মোঃ জাকারিয়া ছাতক থেকে,
ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের প্রবীণ মুরুব্বি সাবেক ইউপি সদস্য হাজী বাহারাম আলী ইন্তেকাল করেছেন। শুক্রবার সকাল ৯.৩০ মিনিটের সময় নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী,৫ পুত্র ৩ কন্যা সন্তান,নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মৃত্যুকালে উনার বয়স ছিলো ৮৫ বছর। বাদ জুম্মা সিংচাপইড় ইসলামীয়া হাফিজিয়া আলিম মাদ্রাসার সংলগ্ন মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।।
জানাজার নামাজের ইমামতী করেন মরহুমের ছোট পুত্র মাওঃ মিজানুর রহমান মিজান।।
জানাজায় আত্বীয় স্বজনসহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।।
মহান আল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নেন।। আমিন
Leave a Reply