1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
ছাতকে লটারি প্রলোবন দেখিয়ে প্রতারনা করে হাতিয়ে নিলো ১লক্ষ ৫ হাজার ৫'শত টাকা। - dainikbijoyerbani.com
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
ad

ছাতকে লটারি প্রলোবন দেখিয়ে প্রতারনা করে হাতিয়ে নিলো ১লক্ষ ৫ হাজার ৫’শত টাকা।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১৩০ Time View

মোঃ জাকারিয়া। সুনামগঞ্জ জেলার বিশেষ প্রতিনিধি,

ছাতকে লটারি লেগেছে প্রলোবন দেখিয়ে এক যুবকের কাছ থেকে হাতিয়ে নিলো ১লক্ষ ৫ হাজার ৫’শত টাকা। ১৭ জুলাই শনিবার সন্ধা ৫ টার দিকে গোবিন্দগঞ্জ পয়েন্টে ঘটনাটি ঘটেছে। ভোক্তভোগী যুবক স্থানীয় গোবিন্দনগর গ্রামের মৃত এস, এ গোলাম মোস্তফা’র পুত্র ফয়জ্জুল্লাহ( ২১) জানায় তার ব্যবহিত ০১৬০৮৩১১৯৮৫ নাম্বারে অজ্ঞাতনামা ব্যক্তি ০১৬০৮৫৫৫৩৫৩ নাম্বার থেকে ফোন দিয়ে এয়ারটেল অফিসের ম্যানেজার পরিচয়ে ৫লক্ষ টাকার লটারি লেগেছে বলে জানায় এই টাকা গোলো পেতে ঘন্টার মধ্যে ১লক্ষ ৫ হাজার ৫’শত টাকা পাঠানোর কথা বলে। টাকা পাঠানোর সাথে সাথে তাকে তার ব্যক্তিগত একাউন্টে জমা দেওয়া হবে।টাকার লোভে পরে সে স্থানীয় গোবিন্দগঞ্জ পয়েন্টে গোল চত্তরের পাশে মখবুল টেলিকমে গিয়ে প্রতারকের দেওয়া নাম্বারে টাকা পাঠাতে বলে। তার কথা অনুযায়ী ব্যবসায়ী মখবুল হোসেন প্রতারণায় শিকার ফয়জ্জুল্লহ’র দেয়া
০১৯১৭৪১১৯৬৮ – ০১৯১৭৪১২৭৭৫ নাম্বারে মখবুল টেলিকম থেকে বিকাশ এজেন্ট ও পার্সনাল বিভিন্ন নাম্বার থেকে ৫৬৫০০ টাকা এবং নগদ এজেন্ট পার্সনাল নাম্বার থেকে ০১৬০৮৫৫৫৩৫৩ নাম্বার ও ০১৬৮৫৫৫৩৫১ নাম্বারে ৪৯০০০ হাজার টাকা পাঠায়। টাকা পাঠানো সাথে সাথে ব্যবসায়ী মখবুল হোসেন ফয়জুল্লাহ কে তার টাকা দিতে বলে তখন সে টাকা দিতে পারে না মূলত তার কাছে নগদ টাকা নেই। বিষয় টি মখবুল হোসেন তার আত্বীয় স্বজন কে অবগত করিলে ফয়জ্জুল্লার আত্বীয় লায়েক মিয়া তার দোকানে এসে তিনি টাকার জামিন হয়ে কাজী টেলিকমের ব্যবসায়ী লজরুল ইসলাম,স্থানীয় লিয়ন মিয়া,এনাম আহমদ,ফয়েজ আহমদ,সুজেল, সুজন তালুকদারসহ উপস্থিতি জনের সামনে নগদ ২০ হাজার টাকা পরিসুদ করে বাকী টাকা পরিসুদ করা হবে বলে ব্যবসায়ী মখবুল হোসেন কে শান্তনা দেন।ঐদিন রাতেই প্রতারনায় শিকার হওয়া ফয়েজ্জুল্লাহর বড় ভাই মোঃ ইমাদ উল্লাহ ছাতক থানায় হাজির হয়ে উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অজ্ঞাতনামা ব্যক্তির নাম্বার সহকারে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি