মোঃ জাকারিয়া।
বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ জেলা,
ছাতক উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণ শপথ গ্রহণ করেন।শুক্রবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। তিনটি ধাপে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করানো হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। এছাড়া সদস্যদের শপথ করান ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রহমান।
শপথ অনুষ্ঠানে চেয়ারম্যানগণের মধ্যে শপথ নেন ইসলামপুর ইউপির এডভোকেট সুফি আলম সুহেল,
ছাতক সদর ইউপির সাইফুল ইসলাম, কালারুকা ইউপির অদুদ আলম,গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউপির সুন্দর আলী, জাউয়াবাজার ইউপির আব্দুল হক,ছৈলা-আফজালাবাদ ইউপির গয়াছ আহমদ, দোলারবাজার ইউপির মো.নুরুল আলম, খুরমা উত্তর ইউপির বিল্লাল আহমদ, খুরমা দক্ষিণ ইউপির আবু বক্কর ছিদ্দিক, চরমহল্লা ইউপির আবুল হাসনাত।
পূর্বেই উপজেলার নোয়ারাই ও সিংচাপইড় ইউপির চেয়ারম্যান ও সদস্যগনের শপথ পাঠ করানো হয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ভাতগাঁও ইউপি’র সরকারী গেজেট প্রকাশ না হওয়ায় শপথ বাক্য পাঠ করা হয়নি।
শপথ বাক্য পাঠ শেষে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্যা ও সাধারণ ওয়ার্ডের সদস্যদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন দেশের স্বার্থে সকল জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগমসহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।।
Leave a Reply