1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. hasan@dainikbijoyerbani.com : Hasan :
  3. zakirhosan68@gmail.com : dev : dev
ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে উত্তাল ঢাকা-সিলেট মহাসড়ক - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
ad

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে উত্তাল ঢাকা-সিলেট মহাসড়ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৬৯ Time View

 

আশরাফুল ইসলাম সবুজ
জেলা প্রতিনিধি, নরসিংদী:-

নরসিংদীর বেলাবোতে আমলাব নারায়ণপুর মরজাল (এ.এন.এম) স্কুলের প্রাক্তন এক শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ মুক্তার হোসেনের বিরুদ্ধে।
এ ঘটনায় মঙ্গলবার (১৬ মে) সকাল থেকেই প্রথমে বিদ্যালয় প্রাঙ্গণ ও পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থী ও এলাকাবাসীরা।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানাযায়, আমলাব নারায়ণপুর মরজাল ওরফে (এ.এন.এম) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুক্তার হোসেন অত্র বিদ্যালয়ে পড়ুয়া প্রাক্তন এক শিক্ষার্থীকে বাসায় দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেয় এবং ফ্ল্যাট লিখে দেওয়া সহ নানা প্রলোভন দেখায়। পরে সোমবার (১৫ মে) এ ঘটনার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পরলে তা মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এ নিয়ে বিদ্যালয়ের আশে পাশের কয়েকটি গ্রামে আলোচনা- সমালোচনার ঝড় উঠলে আজ মঙ্গলবার (১৬ মে) শিক্ষার্থী ও এলাকার সচেতন মহল প্রথমে স্কুল ও পরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে বহিষ্কার দাবি করেন। এঘটনায় বেশ কিছুক্ষন মহাসড়কে যানযটের সৃষ্টি হয়।
এমতাবস্থায় খবর পেয়ে সেখানে ছুটে আসে বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা ও অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা সার্কেল সত্যজিৎ কুমার ঘোষ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি শুনেন এবং বিষয়টি তদন্ত পূর্বক সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে তাদের আশ্বস্ত করেন। পরে শিক্ষার্থীরা তা মেনে নিয়ে অবরোধ সরিয়ে নেয়।
এ ব্যাপারে জানতে এএনএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী খান রিপনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমার ইউএনও ও সার্কেল এসপি মহোদয়ের সাথে মুঠোফোনে কথা হয়েছে। এখানে বিষয়টি প্রথমে তদন্ত করতে হবে তদন্তে দোষী প্রমাণিত হলে তারপর আমাদের কমিটির একটি সিন্ধান্ত হবে সেখানে আমরা ব্যবস্থা গ্রহন করবো। ঘটনার সত্যতা পাওয়া গেলে এটি নিয়ে কোন প্রকার কম্প্রোমাইজ করার সুযোগ নাই।
তবে বিষয়টি জানতে আমলাব নারায়ণপুর মরজাল (এএনএম) উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মুক্তার হোসেনের মুঠোফোনে (০১৭২৫-৭৯৮৪৯৯) একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করে নি। তাই তার বক্তব্য দেওয়া সম্ভব হয় নি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি