জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু।
মাজেদ আহমেদ জকিগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের জকিগঞ্জ গোটারগ্রাম জামে মসজিদের সামনে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোস্তকিম আলী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
তিনি কাজলসার ইউনিয়নের গোটারগ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।
সোমবার (১০ মে) ভোরে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
অত্যন্ত সহজ সরল ও খোদাভীরু মোস্তকিম আলীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য কফিলুজ্জামান জানান, মোস্তকিম আলী রোববার আটগ্রাম-জকিগঞ্জ রাস্তায় টমটমের ধাক্কায় গুরুতর আহত হন।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন।
রোববার দিবাগত রাত ২ টার দিকে মৃত্যুবরণ করেন ইবনেসিনা হাসপাতালে।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক মোহন রায় বলেন, নিহতের পরিবার আইনানুগ সহযোগিতা চাইলে পুলিশ তাদের যথাযথভাবে সহযোগিতা করবে।