মাজেদ আহমদ জকিগঞ্জ প্রতিনিধি ::
মানবসেবা ফাউন্ডেশন, এক বছরের পথচলায় জকিগঞ্জের সর্বমহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হওয়া একটি সংগঠন। ১ম বর্ষপূর্তি উপলক্ষে ৩দিন ব্যাপি কর্মসূচী পালন করছে সংগঠনটি।
প্রথমদিন (২৩ জুন) জকিগঞ্জ প্রেসক্লাবে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন, গণিপুর সাহেব বাড়িতে নবপ্রতিষ্ঠিত আল হাবিব লতিফিয়া এতিমখানায় পড়ুয়া শিক্ষার্থীদের সাথে ক্বিরাত ও নাতে রাসুল প্রতিযোগিতায় এবং দুপুরের খাবার বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে স্বেচ্ছাসেবীরা। একইদিনে সংগঠনের সিলেট শহরস্থ সদস্যরা কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করে।
দ্বিতীয় কর্মসূচী হিসেবে জকিগঞ্জের ২টি প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দেয়া হয় এবং তৃতীয় আয়োজন কালিগঞ্জে শনিবার (২৬ জুন) “স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী” পালন করা হয়।
প্রথমদিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজমল হোসেন, জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, জকিগঞ্জ টিভির এম.ডি আব্দুল মুকিত, ব্যবসায়ী খালেদ মাহমুদ, পারভেজ আহমদ, জাহাঙ্গির আলম, মানবসেবা ফাউন্ডেশনের তানভীর আল হাসান, আব্দুল ওয়াহিদ তাপাদার, আবু সুফিয়ান চৌধুরী মিজান, কামরুল ইসলাম, রাসেল আহমদ, তামীম লষ্কর, জসিম লষ্কর, কাওছার আহমদ শাওন, মুহতাদি রাহাত, এমএইচটি হাসান, তাহের আহমদ, মিলাদ আহমদ, রিয়াদুর রহমান চৌধুরী, শামছুল ইসলাম মামুন প্রমুখ।
Leave a Reply