মাজেদ আহমদ জকিগঞ্জ প্রতিনিধি::
করোনা সংক্রমণ রোধে আজ থেকে সারাদেশে চলছে সাত দিনের কঠোর লকডাউন। লকডাউন কার্যকরে আজ বৃহস্পতিবার (১লা জুলাই) সকাল থেকে সিলেটের জকিগঞ্জে তৎপরতা চালাতে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীকে। সকাল থেকে উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, মানুষের উপস্থিতি একেবারেই কম। তবে অপ্রয়োজনে অনেকেই বের হচ্ছেন। এদিকে, লকডাউন অমান্যের দায়ে তিনজনকে জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি পল্লব হোম দাস জানান- ‘অপ্রয়োজনে বাইরে বের হওয়া ও লকডাউন অমান্যের দায়ে তিনজনকে ১৬০০ টাকা জরিমানা করা হয়েছে।’ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম খাঁন জানিয়েছেন- ‘এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে লকডাউন বাস্তবায়নে চারটি টিম কাজ করছে। পর্যাপ্ত পরিমাণ পুলিশও বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে।’
অভিযান পরিচালনাে করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি পল্লব হোম দাস।
উল্লেখ্য, উপজেলার প্রধান বাজারগুলোতে অটোরিকশা ও টমটম চলাচল করতে দেখা গেছে। তবে যারাই বাইরে বের হচ্ছেন পুলিশের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।