জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় জটিল রোগে আক্রান্ত ৪ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের পাশে দাঁড়িয়েছে জলঢাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এসময় তাদের চিকিৎসা সহায়তা হিসেবে ২ লাখ ৬০ হাজার টাকা প্রদান করেন তারা। চিকিৎসাধীন শিক্ষকগন হলেন বালাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, আতিকুর রহমান স্বপন ৫০ হাজার, পশ্চিম বালাগ্রাম খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাধব চন্দ্র রায় ৭৫ হাজার, মৌজা শৌলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবদুলাল ৮৫ হাজার ও কৈমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গওছুল আজম ৫০ হাজার টাকা। এসময় শিক্ষকগনের মাঝে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রেহেনা পারভীন পাপড়ী, বগুলাগাড়ী সপ্রাবি, ফেরদৌসী খানম বেলী আজাদ, জলঢাকা মডেল সপ্রাবি, মফিদুল ইসলাম, দঃ গড় ধর্মপাল সপ্রাবি, মোস্তাফিজুর রহমান মিলন, পঃ কাঁঠালী সপ্রাবি, রঞ্জিত কুমার রায়, কাঁঠালী সপ্রাবি, হোসেন সোহরাওয়ার্দী, পূঃ বালাগ্রাম দোলাপাড়া ২নং সপ্রাবি মোঃ ওয়াদুদুর রহমান চৌধুরী, চাওড়াডাঙ্গী সপ্রাবি, মোঃ তাজুল ইসলাম, কাজিরহাট সপ্রাবি, রওশন আলম, কাঁঠালী সরকার পাড়া সপ্রাবি, মল্লিকা রানী রায়, কালকেউট উঃ পাড়া সপ্রাবি, এজাবুল হক, কৈমারী ডাঙ্গাপাড়া সপ্রাবি, এস্এম জালাল উদ্দিন, বালাপাড়া সপ্রাবি, রেজাউল আলম খান, শহীদুল ইসলাম, ফারুকুজ্জামান, হরিশ্চন্দ্রপাঠ সপ্রাবি, মাহমুদুর রহমান, ভাবনচূড় কদমতলী সপ্রাবি, মাহবুবুল করীম, সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম লাভলু, গাবরোল ১নং সপ্রাবি, মোঃ আব্দুল হালিম, ছিটমীরগঞ্জ শালনগ্রাম সপ্রাবি, মোঃ ফেরদৌস আলম শৌলমারী ইশাতুল সপ্রাবি প্রমুখ। এসময় মাইজালি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক বলেন, আমাদের শিক্ষা পরিবারের ৪ জন শিক্ষক দীর্ঘদিন থেকে জটিল রোগে ভুগছিলেন। এরমধ্যে একজন ক্লোন ক্যানসারে দীর্ঘ রোগ ভোগের পর মারা গেছেন। এমতাবস্থায় জলঢাকার শিক্ষক সমাজ সহকর্মীদের পাশে দাড়িয়ে আপনাদের কাছে তাদের জন্য দোয়া ও আর্শিবাদ কামনা করছে। তারা যেন দ্রুত রোগ থেকে রোগমুক্তি লাভ করতে পারে।###