মোঃখায়রুল ইসলাম (হৃদয়).
জনতার সেবক জনমানুষের সেবক,শিক্ষা প্রেমী ক্রীয়া প্রেমী, গরিব দুঃখী অসহায় মানুষের আস্থার ভরসার স্থল,সকলের মুখে মুখে শুধু একটি-ই নামের ধ্বনি ভেসে বেড়াচ্ছে টেংগারচর ইউনিয়নের আকাশে বাতাসে।সে আর কেউ নয়,তিনি হচ্ছেন টেংগারচর ইউনিয়ন এর সদস্য এবং একজন চৌকস তরুণ জনপ্রতিনিধি জনাব সফিকুল ইসলাম আরমান সিকদার।তিনি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের সদস্য টেংগারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর সফল মেম্বার।
গত মঙ্গলবার ০৭/০৬/২০২২ইং জনাব সফিকুল ইসলাম আরমান সিকদার টেংগারচর গ্রামের প্রায় হাজার পরিবারের মানুষের যাতায়াতের ভোগান্তির কথা চিন্তা করে সাঁকো তৈরি করে দেন।
আমাদের গজারিয়া উপজেলার ভৌগোলিক কারণে নদ-নদী চতুর্দিক বেষ্টিত।টেংগারচর গ্রামের ২নং এবং ৩নং ওয়ার্ডের মাঝামাঝি স্থানে একটি খাল রয়েছে।সেটা বর্ষার সময় পানিতে ভরে গেছে ও তাছাড়া শুকনা থাকে।খালটি অবস্থান হচ্ছে টেংগারচর ফকির বাড়ি পিছনের ২নং ওয়ার্ড এর বাসিন্দা মোঃআব্দুল বাবুল খাঁন এর বাড়ির ঘাঁটলা সংলগ্ন অপর দিকে ৩নং ওয়ার্ড এর আব্দুল রহিম এর বাড়ির পাশ।
এ রাস্তাটি দিয়ে শত শত সাধারন মানুষ যাতায়াত করেন।
টেংগারচর রাজিয়া কাদের, হার্ব ল্যাবরেটরি,রাবেয়া প্রি ক্যাডেট,১৩নং সরকারি প্রথমিক বিদ্যালয়,৪টি আরবি প্রতিষ্ঠান,কমিনিটি ক্লিনিক সহ টেংগার চর ইউনিয়ন পরিষদে যাওয়ার রাস্তা।এখান দিয়ে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী ভোগান্তির মধ্যে দিয়ে নিত্যদিন যাতায়াত করি তো।শিক্ষা প্রেমী ক্রীয়া প্রেমী মেম্বার আরমান সিকদার শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের নিকট আলোচনা করে উক্ত সাঁকো তৈরি করে দেন।
সাঁকো তৈরির কাজে সার্বিক ভাবে মেম্বার কে সহায়তা করেন স্থানীয় সমাজ সেবক জনাব জাহাঙ্গীর আলম খাঁন,মোঃআমির হোসেন।সাঁকো টি তৈরির পর সাধারন জনগনের বক্তব্য তারা অনেক খুশি,শিক্ষার্থীগন মেম্বার কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।তারা,আরো জানায় বিগত বছরগুলোতে আরো মেম্বার ছিলো তারা এমন ভালো মনের মানুষ ছিলেন না।আর এ বর্তমান সাঁকো টি অতীতের চাইতে অনেক শক্ত, সুন্দর এবং টেকসই হয়েছে বলে জানান সাধারণ জনগন।