সৌমেন মন্ডল ,রাজশাহী ব্যুরো:
আগামী মাসে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতি জনপ্রিয়তা ও যোগ্যতাই দিক দিয়ে এগিয়ে রয়েছে বলছে এলাকাবাসী।
পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে বাজারগুলোতে কাউন্সিলর প্রার্থীদের নিয়ে চলছে আলাপ-আলোচনা। সম্ভাব্য প্রার্থীরাও তাদের নির্বাচনি প্রচারের জন্য প্রতিনিয়ত বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া শুরু করেছে মানুষের কাছে।
তবে এবারের ভোটে তরুণদের দিকেই নজর দিচ্ছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। বিভিন্ন সভায়, তরুণ ভোটাদের কাছেই বার্তা ও ওয়ার্ডবাসীর উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।
সিটি নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জামান আলী জানান, এ ওয়ার্ডে কাউন্সিলর পদে চার জন প্রার্থী ভোট করতে পারে। তারা প্রত্যেকেই পরিচিত। পাড়া মহল্লার আড্ডায় এখন কাউন্সিলর প্রার্থীদেরই কথা। এখন পর্যন্ত বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতি এগিয়ে।
৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেন বলেন, আমরা কাউন্সিলর হিসেবে বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতি কে বিজয়ী দেখতে চান। কারণ তিনি করোনাভাইরাস মহামারির সময়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়েছেন এবং অসহায় ও দরিদ্রদের খাবার পৌঁছে দিয়েছেন।
তবে ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মতি বলেন , ‘আমি আশাবাদি আমি নির্বাচনে জয়ী হবো, সাধারণ মানুষ আমাকে খুব ভালোভাবেই গ্রহণ করেছিল এবারও করবে। জয়ী হলে অবশ্যই আমি সাধারণ মানুষের জীবনমান ও ওয়ার্ডের উন্নয়নে আবারও কাজ করে যাব।’