জন্মদিন উপলক্ষে গরীব অসহায় মাঝে শীত বস্ত্র ও খাবার বিতরন
স্টাফ রিপোর্টার
মোঃ সরওয়ার হোছাইন মানিক
কক্সবাজার জেলা.
অন্যরকম জন্মদিন পালন করছেন
কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক
মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড, মোঃ জাবেদ হোসেন নয়ন
১ -১-২০২১ জন্মদিন.
জাবেদ হোসেন নয়ন তার জন্মদিনে কেক কেটে ও বন্ধুরে নিয়ে আনন্দ না করে সে-ই টাকা দিয়ে গরীব অসহায় মানুষের মাঝে শীতের বস্র ও খাবার বিতরণ করে. মানবতার হাত বাড়িয়ে দিলেন.তিনি বলেন অসহায় মানুষের মাঝে খাবার ও বস্র বিতরণ করে
আমি অনেক বেশি আন্দন পেয়েছে.
জেলার নেতার জম্মদিনে উপলক্ষে, বিভিন্ন উপজেলা ও পৌর সভায় সংগঠনে নেতা কর্মীরা খতমের কুরআন দোয়া মুনাজাত করেন।
জাবেদ হোসন নয়ন সবার উদ্দেশ্য করে বলেন. আমরা আমাদের জন্মদিনের টাকা পয়সা নষ্ট না করে. এই টাকা পয়সা কিছু অসহায় মানুষকে দিই.তাহলে হয়তো কিছু অসহায় মানুষের পাশে ধারাতে পারবো. তিনি আরো বলেন আসুন আমরা সবার স্থান থেকে অসহায় মানুষের পাশে হাত বাড়িয়ে দেই এবং মানুষের কল্যাণে কাজ করি ও কাজ করে যাবো ইনশাআল্লাহ.
এ জন্য রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, রুগ্ণ ব্যক্তির সেবা করো এবং বন্দীকে মুক্ত করো অথবা ঋণের দায়ে আবদ্ধ ব্যক্তিকে ঋণমুক্ত করো।’ (বুখারি)শীতার্ত মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করা প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র সরবরাহ করে সাধ্যমতো শীতার্তদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে বিপদগ্রস্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবধর্ম। এ মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত।