বাগেরহাট প্রতিনিধি:
মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মিঠাখালী ইউনিয়নের আন্ধারিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত মোঃ আঃ সাত্তার শেখ (৫২), তার ছেলে আবু হুরায়রা (৩০) ও ওমর ফারুক (২২) কে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার শিকার আঃ সাত্তার শেখ বলেন, আন্ধারিয়া গ্রামে দীর্ঘদিন সে তার নিজের দেড় বিঘা জমিতে চিংড়ি চাষ করে আসছিলেন। কিন্তু সোমবার দুপুরে মিঠাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর আজমল শেখের নেতৃত্ব প্রতিপক্ষ ইয়াছিন শেখ, সালাম শেখ ও মুরাদ শেখ তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় বাঁধা দিলে তার ছেলে আবু হুরায়রা ও ওমর ফারুককে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে হামলাকারীরা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয়রা বলেন, ইয়াছিন শেখ গং বছর পাঁচেক আগে এই আঃ সাত্তারকে সিনেমা স্টাইলে মারধর করে প্রকাশে তার কান কেটে ছুড়ে ফেলে দেয়। সেই ঘটনায়ও ইয়াছিন গং জেলহাজতও খাটেন।
এ বিষয়ে স্থানীয় মেম্বর আজমল শেখ বলেন, আমি এ হামলার ঘটনার সাথে জড়িত নই। তবে এদের এই জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আমি কিছুদিন আগে সালিশি করেছিলাম।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এখনও কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে গত ২৩ জানুয়ারী একই এলাকায় মেম্বর আজমল শেখের নেতৃত্ব আরো একটি হামলার ঘটনা ঘটে। সে সময়ও গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছিলো। নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসীর অনেকেই অভিযোগ করে বলেন, মেম্বর হওয়ার পর থেকেই আজমল শেখ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এলাকায় শান্তি প্রতিষ্ঠা না করে সে তার অনুসারীদের দিয়ে সব সময় সংঘর্ষ সৃষ্টি করে রাখছে। এর বিচার হওয়া উচিত।