সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি :-
নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ২ নভেম্বর ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ।নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীরা প্রতীক নিয়ে মাইকিং করে ,জনগণের বাড়িতে বাড়িতে ভোট চেয়ে নির্বাচনের মাঠে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ।নির্বাচন যত ঘনিয়ে আসছে তত নির্বাচনী আমেজ বেশি লক্ষ করা যাচ্ছে।ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় সহ প্রার্থীদের নির্বাচনী কার্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী আমেজ লক্ষ করা যাচ্ছে ।
জানাযায় ,ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন এম মোস্তফা ।তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী মেয়র পদে আছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে কম্পিউটার প্রতীক নিয়ে লড়ছেন জাকের হায়দার সুমন ।
পৌরসভা নির্বাচনে বিএনপি সহ অন্যান্য রাজনীতিক দল মেয়র পদে নির্বাচনে অংশ্রগ্রহন করছে না ।তবে জাসদ,কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে তারা নির্বাচন করছে ।বিভিন্ন ওয়ার্ডে জাসদ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে প্রার্থী দিয়েছে ।
ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনের বিষয়ে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ এর সাধারণ সম্পাদক ,মেজবাউল হায়দার চৌধুরী সোহেল জানান ,বাংলাদেশ আওয়ামী লীগের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ,ফেনী জেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ,তাদের দলের নৌকার দলীয় প্রার্থী হলেন জনাব এম মোস্তফা ।সে একজন সৎ যোগ্য ত্যাগী ক্লীন ইমেজের লোক ।দলের দুঃসময়ে তিনি দলের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন ।একজন মুজিব আদর্শের সৈনিক ,জনগনের জন্য যিনি কাজ করবেন তাকে দল প্রার্থী হিসেবে মনোনীত করেছেন । পৌরসভার উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন । ছাগলনাইয়া পৌরসভা কে মাদক মুক্ত ,সন্ত্রাস ,জঙ্গিবাদ মুক্ত একটি আধুনিক পৌরসভায় রূপান্তর করবেন ।এবং তারা সকলে আ.লীগ মনোনীত দলের নৌকা মার্কার মনোনীত প্রার্থী কে বিজয়ী করতে একসাথে মিলেমিশে কাজ করে নৌকা মার্কা কে বিজয়ী করে আনবেন ।
ছাগলনাইয়া পৌরসভার স্থানীয় ভোটার ,ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগ এর সভাপতি জিয়াউল হক দিদার জানান , পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে জনগণ সৎ যোগ্য যাকে সবসময় মানুষের পাশে পাবেন এমন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করবেন ।আ.লীগ এর দলের একজন সৎ,যোগ্য,ত্যাগী ব্যক্তিকে দল থেকে নৌকা মার্কার প্রার্থী করেছে ।তিনি দলের একজন তৃণমূল নেতাকর্মীদের আস্থাভাজন ব্যক্তি। ছাগলনাইয়া পৌরসভা কে আধুনিক উন্নত পৌরসভা গড়তে নৌকা মার্কার মনোনীত দলীয় প্রার্থী সবসময় কাজ করবেন ।অসহায় মানুষের জন্য যারা কাজ করবেন বলে আশা প্রকাশ করেন ।যারা জনগণের কল্যাণে কাজ করবে এমন প্রার্থী দের কে মেয়র পদে ,কাউন্সিলর পদে জনগণ ভোট দিবে ।ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল মহোদয়ের দিকনির্দেশনায় ,দলের মনোনীত নৌকা মার্কার প্রার্থীর পক্ষে সাবাই মিলে দলমত নির্বিশেষে একসাথে কাজ করে নৌকা মার্কা কে বিজয়ী করে আনবেন বলে আশা প্রকাশ করেন ।
২রা নভেম্বর অনুষ্ঠিত্ব ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুইজন প্রার্থী ,কাউন্সিল পদে ৪৪ জন প্রার্থী ও মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থীসহ মোট-৫৭ প্রার্থী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতা করছেন ।
Leave a Reply