জলঢাকায় চাঁদমনি'র আন্তর্জাতিক নারী দিবস পালন
রাজিয়া সুলতানা জলঢাকা প্রতিনিধিঃ বিশ্ব নারী দিবসের দাবি বাল্যবিয়ে তুই যাবি " এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে চাদঁমনি চাওড়াডাঙ্গী। এ উপলক্ষে সোমবার সকালে অনাথ আশ্রম চাঁদমনি'র উদ্দোগে জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে জিরোপয়েন্ট মোড়ে গিয়ে শেষ হয়। পরে তারা সমাজের বিশিষ্টজনদের সাথে নারী অধিকার আদায় ও বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন চাঁদমনির পরিচালক পিজিরুল আলম দুলাল, আ'লীগ নেতা একে আজাদ, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম ও আবু সাঈদ প্রমুখ। এসময় তিনি বলেন, সমাজে নারীদের উন্নয়ন করতে হবে, তাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। এছাড়াও তিনি বর্তমান পৃথিবীর সাথে তাল মিলিয়ে আধুনিকতার মধ্য দিয়ে মেয়েদের গড়ে তোলার আহবান জানান।###