জলঢাকায় নতুন মেয়রকে রিপোটার্স ক্লাবের ফুলেল শুভেচ্ছা
জলঢাকা প্রতিনিধিঃ গত ৩০ জানুয়ারি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত পৌর নির্বাচনেবিপুল ভোটে ইলিয়াস হোসেন বাবলু মেয়র নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানিয়েছে জলঢাকা রিপোটার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার দুপুরে মেয়রের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন তারা। এসময় তিনি মডেল ও আধুনিক পৌরসভা নির্মানে সকল স্তরের সাংবাদিকগনের সহযোগিতা কামনা করেন এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের ভুমিকার ভূয়সী প্রশংসা করেন। এসময় জলঢাকা রিপোটার্স ক্লাবের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বার্তা ২৪.কম ও আলাপনের উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, রংপুর নিউজ ৭১ এর প্রতিনিধি ভবদিশ রায়, সময় সংবাদের প্রতিনিধি ওমর ফারুক, বাংলা এক্সপ্রেস ও বিজয়ের বানীর প্রতিনিধি রাজিয়া সুলতানা ও আরডিসি নিউজের জেলা প্রতিনিধি রাজু আহমেদ প্রমুখ। নবনির্বাচিত মেয়র ইলিয়াস হোসেন বাবলু আরো বলেন, এই বিজয় জলঢাকা পৌরসভার সকল মানুষের। আমাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করায় পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই।