জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় ৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে। আজ রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন জীবনতরী পাঠশালা চত্বরে এসব শারীরিকভাবে অক্ষম প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার তুলে দেন অংকুর ফাউন্ডেশনের নীলফামারী প্রতিনিধি ও জীবনতরী পাঠশালার সভাপতি অপিজার রহমান। এসময় উপস্থিত ছিলেন জীবনতরী পাঠশালার সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক জিকরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম, প্রচার সম্পাদক আরিফুজ্জামান (বাবু) সদস্য-মিজু আহমেদ প্রমুখ। মানবকল্যাণ মূলক সামাজিক সংগঠন “অংকুর ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় জীবনতরী পাঠশালা এসব চেয়ার বিতরন করে। এসময় অপিজার রহমান জানান, শারিরীকভাবে অক্ষম ৫জন প্রতিবন্ধী বাছাই করে এই হুইল চেয়ার বিতরন করা হয়েছে। তারা হলেন
জলঢাকা পৌরসভার দুন্দিবাড়ির মোক্তার হোসেন, বগুলাগাড়ীর রাজিয়া সুলতানা (বর্ষা), বালাগ্রাম ইউনিয়নের চৌধুরীপাড়ার মল্লুজা বেগম, ডাউয়াবাড়ি ইউনিয়নের সিদ্ধেশ্বরী গ্রামের শ্রী অক্ষয় চন্দ্র ও শৌলমারী ইউনিয়নের আনসার হাট (খানাপাড়া) গ্রামের আতিকুল ইসলাম। এছাড়াও তিনি সমাজের সকল বৃত্তবান মানুষকে এরকম অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।