জলঢাকায় প্রতিবন্ধী সংস্থাকে ১ লাখ টাকা প্রদান
রাজিয়া সুলতানা জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রতিবন্ধীদের আয় বৃদ্ধিমূলক কাজের জন্য সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থাকে ৯৩ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শামীম, কমিউনিটি প্রোগ্রামের জেলা সুপারভাইজারকে প্রদীপ কুমার রায়, সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার সভাপতি শামছুল হক, সাধারণ সম্পাদক প্রতাপ মহন্ত ও পরেশ রায় প্রমুখ। এসময় তিনি, সকল পর্যায়ের প্রতিবন্ধীদের মূলধারায় নিয়ে একসাথে কাজ করার আহবান জানান। দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কমিউনিটি প্রোগ্রামের আওতায় প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থাকে এই অর্থ দেওয়া হয়।##