নুরল আমিন বিশেষ প্রতিনিধি :
নীলফামারী জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের ঢাকালীগঞ্জ, চাইল্ড কেয়ার কিন্ডার গার্ডেনের মাঠ রাতের আঁধারে ঘর তুলে দখলে নিয়েছে ভূমি দস্যুরা।
এতে দিশেহারা হয়ে পড়েছে, জমির মালিক কাজী হাসনা বেগম।
সরজমিনে জানা যায় যে, মৃত কাজী আনিছুর রহমানের নাবালক ছেলে রাফিকে ফুসলিয়ে, সচিবালয়ের এক বরখাস্ত কৃত অফিস সহায়ক, তার কাছ থেকে স্টাম্পে লিখিত নেন। এবং এবিষয় নিয়ে থানায় মিমাংসা হয় কিন্তু মিমাংসা নামা না মেনে, স্থানীয় এক প্রভাবশালীর ইন্ধনে, রাতের অন্ধকারে ১০শতক জমি দখলে নেয় আহাদ আলী গাটু।
এবিষয়ে ঘটনাস্থলে আহাদ আলী গাটুকে না পেয়ে একাধিকবার ফোন করলে তিনি বলেন, আমি খুব অসুস্থ অপনাদের সাথে কোন কথা নাই।
কাজী হাসনা বেগম বলেন, আমার নাবালক ছেলে রাফি আহমেদ ১শতকের বিক্রির জন্য ৫০হাজার টাকা নিয়েছিলো, সেটা থানায় মিমাংসা হয় যে, বাকি টাকা পরিশোধ করে জমি নেবে, কিন্তু তা না করে, গাঠু আমার নাবালক ছেলেকে মারধর করে, আবার স্টাম্পে লিখে নেয়।
আহাদ আলী গাটুর কাছে কিছুদিন আগে টাকা চাইতে গেলে আমার সাথে নানান টালবাহানা শুরু করে। এবং রাতে জমি দখল করেন।