জলঢাকায় শতাধিক কম্বল বিতরন
রাজিয়া সুলতানা জলঢাকা প্রতিনিধিঃ
মুজিববর্ষের শুভেচ্ছা ও উপহারস্বরূপ নীলফামারীর জলঢাকা উপজেলায় গরীব,অসহায় ও ছিন্নমুল শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৫ জানুয়ারী) উপজেলার কাঠালী ইউনিয়নের এসসি উচ্চ বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন রংপুরের জোনাল ম্যানেজার মোহাম্মদ নুরুজ্জামান, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আকতার হোসেন ও ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন প্রমুখ। এসময় ইউএনও সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও বৃত্তবান মানুষকে অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের উদ্দোগে এসব কম্বল বিতরন করা হয়।