জলঢাকায় শিক্ষক সমাজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রাজিয়া সুলতানা , জলঢাকা প্রতিনিধিঃ-
নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ জলঢাকা উপজেলা কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার বিকেলে উপজেলা শিক্ষক সমিতির হলরুমে সংগঠনের সভাপতি আতাউল বারী আপেলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমিনুল হক বাবু, কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক আজিজার রহমান মিল্টন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মায়েদুল ইসলাম বসুনিয়া, উপজেলা কমিটির সাধারন সম্পাদক তাহাজুল ইসলাম, সহকারী শিক্ষক শাজাহান কবীর, মাহফুজার রহমান, আরিফুর রহমান আরিফ, ইমরাজ আজম চৌধুরী, জোবায়ের হোসেন খান, মেহবুবা ফেরদৌস পাপড়ি ও জিয়াউল হক প্রমুখ। এসময় আতাউল বারী আপেলকে সভাপতি ও তাহাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ জলঢাকা উপজেলার নতুন কমিটির পরিচয় করে দেওয়া হয় অভিষেক অনুষ্ঠানে। শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।