রাজিয়া সুলতানা , জলঢাকা প্রতিনবধিঃ
সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় সারা দেশে ন্যায় নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে অন্বেষা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জিরোপয়েন্ট মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, পৌর আ'লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, পৌর যুবলীগের আহবায়ক নাজমুল কবির মুকুল, যুগ্ম আহবায়ক লাভলুর রশীদ, মৎস্যজীবি লীগ নেতা কুলো চন্দ্র রায়, যুবলীগ নেতা খাদেমুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজম সরকার ও ছাত্রলীগ নেতা প্রান্ত প্রমুখ। এসময় উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল বলেন, দেশব্যাপী বিএনপি জামাতের মদদে সাম্প্রদায়িক সহিংসতা সংঘটিত হচ্ছে। এসময় তিনি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান। উপজেলা আ'লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।