জলঢাকায় স্কুল মাদরাসায় ৩১৩ জোড়া উচুঁ-নিচু বেঞ্চ বিতরণ
রাজিয়া সুলতানা জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় বিভিন্ন স্কুল মাদরাসায় ৩শত ১৩ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১৫টি প্রতিষ্ঠানের প্রধানগনের হাতে এসব বেঞ্চ তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর এসএম জসিম উদ্দিন, অধ্যক্ষ আবেদ আলী, প্রভাষক শাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন, জাহাঙ্গীর আলম চৌধুরী ও উপজেলা প্রকৌশল অধিদপ্তরের হিসাব রক্ষক আবু নোমান প্রমুখ। এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ সকল ক্ষেত্রে এগিয়ে চলেছে। এই ধারাবাহিকতায় উপজেলার ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে এসব বেঞ্চ বিতরণ করা হলো। এছাড়াও তিনি করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা যেন ঝড়ে না পড়ে সেজন্য প্রধান শিক্ষকদের প্রতি আহবান জানান। স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় ৩৩ লাখ টাকা ব্যয়ে এসব বেঞ্চ সরবরাহ করা হয়।
Leave a Reply