জলঢাকায় স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজিয়া সুলতানা জলঢাকা প্রতিনিধিঃ "যতক্ষণ ডায়রিয়া ততক্ষণ স্যালাইন - পাশাপাশি দিন জিংক ট্যাবলেট" এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের জিংক ও ওআরএস দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ হাসান খান, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম ও এমটি - ইপিআই রাশেদুল ইসলাম প্রমুখ।
এসময় তিনি বলেন, ডায়রিয়া চিকিৎসায় ওআরএস এবং জিংক ট্যাবলেট ব্যবহারের মাধ্যমে ৬-৫৯ মাস বয়সী শিশুদের অসুস্থতা ও মৃত্যু হার কমানো যায়। এছাড়াও শিশুদের ডায়রিয়াতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। নিউট্রিশন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে প্রশিক্ষণে ৩০ জন স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করে।