জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় কোভিড – ১৯ সুরক্ষায় স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে থারমাল স্ক্যানার বিতরন করা হয়েছে। আজ সোমবার (১৯ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীরের হাতে ৩৫ টি থারমাল স্ক্যানার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, জানো প্রকল্পের ম্যানেজার বদিউল আলম, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য আসাদুজ্জামান স্টালিন, মর্তুজা ইসলাম ও জানো প্রকল্পে ফিল্ড অফিসার খুরশিদা রহমান প্রমুখ। এসময় প্রকল্প ম্যানেজার বদিউল আলম জানান, স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা রোগী ও তার স্বজনদের জ্বরে তাপমাত্রা মেপে চিকিৎসা গ্রহনের জন্য এই থারমাল স্ক্যানারের ব্যবস্থা করা হয়েছে। এতে রোগী ও স্বাস্থ্যকর্মীগন নিরাপদ থাকবে। ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ও কেয়ার বাংলাদেশ, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইএসডিও এর সহায়তায় জানো প্রকল্প এসব সুরক্ষা সামগ্রী বিতরন করে।
Leave a Reply