রাজিয়া সুলতানা জলঢাকা প্রতিনিধি :
জীবন বাঁচলে জীবিকা বাঁচবে
ভ্যাকসিন নিন, সুরক্ষিত থাকুন
এই প্রতিপাদ্য কে সামনে রেখে
নীলফামারীর জলঢাকা পৌরসভা এবং ওয়ার্ড পর্যায়ে কোভিড- ১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুভ উদ্বোধন হয়।
আজ শনিবার সকালে জলঢাকা পাইলট হাইস্কুল মাঠে পৌরসভা এবং প্রতিটা ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে টিকাদানের কাজে বাংলাদেশ রেড ক্রিসেন্ট এর যুব সদস্য নিয়োজিত ছিলো।
রেড ক্রিসেন্টের দল নেতা মারুফ হাসান সম্রাট চৌধুরী এর নির্দেশনা অনুযায়ী প্রতিটা ইউনিয়নে রেড ক্রিসেন্টের সদস্য রা অব্যাহিত ছিলো, এবং জলঢাকা টিকাদান কেন্দ্রে বিভাগীয় প্রধান প্রশিক্ষণ বিভাগের নয়ন কুমার রায়, কবিভাগীয় প্রধান মামুন খান জয়, সেবা ও স্বাস্থ্য বিভাগীর রাজিয়া সুলতানা, এবং প্রশিক্ষণ বিভাগের রিয়া আক্তার নিয়োজিত ছিলো।
মানুষের জীবন বাঁচাতে বিনামূল্যে টিকার ব্যবস্থা করেছে সরকার, এখন নিজের পরিবারকে বাঁচাতে টিকা নেওয়ায় দায়িত্ব আপনার।